সাউথ এশিয়ান লাঠি চ্যাম্পিয়নশিপ - Bengal News Room

সাউথ এশিয়ান লাঠি চ্যাম্পিয়নশিপ

Share This
অতীতে একটা সময় ছিল যখন যুদ্ধের অস্ত্র হিসেবে অপরিহার্য ছিল লাঠি। শুধু যুদ্ধের অস্ত্র হিসেবে নয়, বিভিন্ন কাজে লাঠি ব্যবহৃত হতো। বয়স্ক মানুষরা বা রাজা, জমিদাররা হাতে বিভিন্ন রকমের নকশা করা লাঠি রাখতেন। তার ওপর ভর দিয়ে হাটা চলাও করতেন। এছাড়া রাজ রাজরাদের তো লাঠিয়াল ছিল প্রচুর। যুদ্ধের অস্ত্র হিসেবে এই লাঠির ব্যবহার দেবী চৌধুরী রানীতে ও পাওয়া যায়। এছাড়াও রায়বেশে নৃত্যনাট্যতে লাঠির ব্যবহার দেখা যায়। তবে এই সব কিছুরই প্রচলন এখন অনেক কমে গেছে। উন্নত প্রযুক্তি এসে গেছে। তবে কলকাতায় এখনো এমন কিছু সংস্থা আছে যারা এই ধরনের খেলাধুলাকে প্রাধান্য দিয়ে থাকে।।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এইরকমই এক লাঠি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। যার নাম। দ্বিতীয় সাউথ এশিয়ান ট্রেডিশনাল লাঠি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। প্রখ্যাত আন্ত বিষয়ক শিল্পী ও শিক্ষাবিদ প্রাজ্ঞ দত্ত এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। যিনি লাঠি যুদ্ধে অসাধারন দক্ষতা প্রদর্শন করে ওপেন ক্যাটাগরিতে সোনালী পদক এবং লাঠি প্রদর্শনে রৌপ পদক অর্জন করেছেন। তিনি তার দেশের হয়ে অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রতিনিধিত্ব করছেন এবং ভারতীয় দলের জয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই দলের প্রশিক্ষক হিসেবে ছিলেন তার সহকর্মী ও মার্শাল আর্ট আর্টিস্ট অরূপ চক্রবর্তী।
সৌভিক জামাদার ২১ এবং ৩০ বছরের নিচের বিভাগে একটি সোনালী একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। এছাড়াও সুপ্রিয় দলুই ১৮ বছরের নিচে বিভাগে দুটি সোনালী পদক জিতেছেন। শায়ক চক্রবর্তী ১৬ বছরের নিচের বিভাগে একটি সোনালী ও একটি রৌপ্য পদক দিতেছেন। এছাড়াও পীযূষ সিং ১৮ বছরের নিচে বিভাগে একটি রুপোর পদক ও একটি ব্রোঞ্জ পদক দিতেছেন। প্রশিক্ষক অরূপ চক্রবর্তী ও সংস্থার সভাপতি জহর দাসের নির্দেশনায় দলটি একসাথে মিলিতভাবে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জনে সাফল্য লাভ করেছে। 

No comments:

Post a Comment

Pages