বাংলার বিনোদন জগতকে আরেকটু আনন্দিত করতে, একগুচ্ছ পদক্ষেপ এর ঘোষণা করল মহাকাল এন্টারটেইনমেন্ট। বর্তমানে বিভিন্ন প্রযোজনা সংস্থা তাদের বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসছে বাংলার দর্শকদের সামনে। তাতে যে রকম আনন্দ উপভোগ করা যাচ্ছে আবার শিক্ষামূলক অনেক ঘটনার সাক্ষী ও থাকছি আমরা। ঠিক এইরকমই কিছু পদক্ষেপ এর ঘোষণা করলো মহাকাল এন্টারটেইনমেন্ট।
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আগামী দিনের তিনটি প্রকল্পের সূচনা করলেন তাঁরা। তার মধ্যে প্রথম হল, তাঁদের নতুন ম্যাগাজিন "সাজকথা" - এর আত্মপ্রকাশ। যে ম্যাগাজিন টি পড়লে বাঙালি নারীরা নিজেদের সাজ কথা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শুধু তাই নয় আগামী দিনে যারা মডেলিং জগতে আসতে চাইছেন তাদের জন্য বিশেষ কিছু সুযোগ রাখছে।। তুলে ধরা হবে গ্ল্যামার ওয়ার্ল্ড এর বিভিন্ন খুঁটিনাটি বিষয়ক। এছাড়াও থাকতে যারা উঠতে তারকা তাদের সাক্ষাৎকার এবং প্রতিষ্ঠিত হওয়ার গল্প যা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে খুব উদ্বুদ্ধ করবে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । যদিও ক্যালেন্ডারের পাতা বলছে এখনো পুজো আসতে বহু বহুদিন দেরি আছে। কিন্তু, বাঙালির পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। ঠিক এইরকমই মহাকাল এন্টারটেইনমেন্ট আয়োজিত "মাতৃশক্তি শারদ সুন্দরী" - এর দ্বিতীয় বর্ষের পোস্টার লাঞ্চ হয়ে গেল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন নতুন প্রজন্মের মডেলরা।
শুরুতেই বলেছিলাম, যেকোনো বিনোদনমূলক অনুষ্ঠান আমাদের শুধু আনন্দই দেয় না, কিছু বাস্তব ঘটনার সম্মুখিনও করে। ঠিক এইরকমই একটি বাস্তব ঘটনা নিয়ে তৈরি মহাকাল এন্টারটেইনমেন্টের নতুন শর্ট ফিল্ম দেবশিশু | পথ শিশুদের রোজনামচা নিয়ে তৈরি এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি। ছবিটির পরিচালনা করেছেন রাজকুমার দাস।
সমগ্র অনুষ্ঠানটি অলংকৃত করেছিলেন অভিনেত্রী মিশমি দাস ও আরাত্রিকা মাইতি। বলাবাহুল্য "সাজকথা" - এর আত্মপ্রকাশ মিশমি এবং আরাত্রিকার হাত ধরেই হয়। একান্ত আচারিতায় তাঁরা জানালেন তাঁদের সাজ কথার গল্প। সম্পূর্ণ অন্যরকম সাজে ধরা দিয়েছিলেন তাঁরা। আন্তর্জাতিক নারী দিবসের পরের দিনই ছিল এই অনুষ্ঠানটি। স্বভাবতই তারা দুজনেই ছিলেন খুবই উত্তেজিত |
No comments:
Post a Comment