নন্দিনী - Bengal News Room
সৌমী সেন : বাংলা  সিনেমা জগতে এক নতুন আলোড়ন ফেলে দিয়েছে ওয়েব সিরিজ।  ভিন্নধর্মী  গল্প নিয়ে তৈরি এই সিরিজ গুলি। এক একটি পর্যায়ে উন্মুক্ত করা হয় দর্শকদের সামনে। বর্তমানে এই ওয়েব সিরিজের রমরমা সত্যিই খুব বেশি। আর,  তার প্রধান কারণ বোধ হয় এর সুন্দর সুন্দর গল্প। তবে, শুধু যে সুন্দর গল্প এমনটা ও  নয়। গল্পের সাথে আছে  এটি যেখানে সেখানে  দেখার সুবিধা। আপনার স্মার্টফোন বা কম্পিউটারে বসে  নিজের সময় মত করে দেখে নিতেই পারেন এই সিনেমাটি। এইরকমই এক মনোমুগ্ধকর গল্প নিয়ে হাজির হলো আড্ডা টাইমস । 
নারী পূর্ণতায় তার মাতৃত্বে । এই মাতৃত্বর  গল্প নিয়েই শুরু হলো নন্দিনীর প্রথম পর্ব। মুখ্য চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী,  সুব্রত মুখোপাধ্যায়,  কিঞ্জল নন্দা, দেবযানী  চ্যাটার্জী,  সন্দীপ ভট্টাচার্য, অলিভিয়া সরকার  শ্বেতা ভট্টাচার্য ও ভাস্কর মুখার্জি |  পরিচালক হলেন ফালাক  মীর। 



এবার আসা যাক মূল গল্পে। মূল চরিত্র  ঋতাভরী  চক্রবর্তী ওরফে স্নিগ্ধা জানতে পারেন তিনি মা হতে চলেছেন |  স্বাভাবিকভাবেই রায়চৌধুরী পরিবারে খুশির হাওয়া বয়ে আসে। কিন্তু হঠাৎ  রাত্রে একটি ফোন  আসে তাঁর কাছে | আগত শিশুর সম্পর্কে সে খারাপ কিছু  শোনে। স্নিগ্ধা এরপর  তার ডাক্তারের সাথে এ বিষয়ে আলোচনা করেন  | কিন্তু, তার পরিবার বাদ সাধে। অবশেষে দেখা যায় স্নিগ্ধা ট্র্যাপ এ পড়ে যায়। সে ফোনে রহস্যজনক কিছু ক্লু পেতে থাকে। এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার বন্ধু আলো। যদিও সেও বিপদের সম্মুখীন হয়। এরপরে কি হবে? সেটা দেখার জন্য চোখ রাখতে হবে আড্ডা টাইমসে।

No comments:

Post a Comment

Pages