বিনোদন জগতে পরিচালকের ভূমিকা অপরিসীম সেই পরিচালকদের মধ্যে অন্যতম হলেন ঋতুপর্ণ ঘোষ। যাঁর ছবি মানেই ভিন্ন ধারার স্বাদ ভিন্নধারার গল্প। কখনো বা কাল্পনিক চরিত্রকে বাস্তবে রূপদান করা বা সাহিত্য থেকে কোন চরিত্রকে তুলে ধরা দর্শকদের সামনে, সবই ছিল তাঁর নিপুন হাতের কাজ। শুধু পরিচালনা বা লেখা নয়, সমস্ত খুঁটিনাটি দিকেই নজর থাকত তাঁর । তিনি ঋতুপর্ণ ঘোষ। টলিউড এবং বলিউডকে যিনি এক সুতোয় বেঁধেছিলেন। বাংলা ছবি তাঁর হাত ধরে পেয়েছিল এক অন্য মাত্রা। তাঁর স্মৃতিচারণায় উঠে এলো এমনই কিছু কথা।
স্মৃতিচারণ করলেন তাঁর অন্যতম ঘনিষ্ঠ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, অভিনেতা জীতু কামাল, অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী, নাট্যব্যক্তিত্ব ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থাপকের ভূমিকা ছিলেন ইন্দ্রনীল রায়।
ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আলোচনা যতই সময় ধরে হোক না কেন সেটাকে কম মনে হয়। কারণ তিনি তো মানুষটাই ছিলেন এই রকম যার ব্যাপ্তি এত দিকে তাকে কি আর কিছু সময়ের মধ্যে বেঁধে রাখা যায়? স্মৃতিচারণায় উঠে এলো অনেক অজানা কথা | রাজ চক্রবর্তী জানালেন, তার সাফল্যের পেছনে ঋতুপর্ণ ঘোষের অবদানের কথা | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাগ করে নিলেন তার সাথে ঋতুপর্ণ ঘোষের গভীর বন্ধুত্বের গল্প। সব মিলিয়ে স্মৃতিচারণায় জীবন্ত হয়ে উঠেছিলেন তিনি। উপহার হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে চোখের বালি সিনেমার একটি ছবি দেওয়া হয় |
No comments:
Post a Comment