ছবি বা সিনেমা যাই বলি না কেন, তা মানুষের মনের ভাব প্রকাশ করে। ছবি কখনো সাহিত্যনির্ভর হতে পারে বা একান্ত নিজের কাল্পনিক চিন্তাভাবনা থেকে উঠে আসা কোন চরিত্র হতে পারে, আর এই সবটাই নিখুঁত হয়ে ওঠে পরিচালকের দক্ষতায়। তবে একটা ছবি তৈরির পেছনে শুধুমাত্র পরিচালক থাকেন এমনটা নয়, আরো অনেক কলাকুশলীদের প্রচুর অবদানও থাকে। ঠিক এরকম একটি পরিচালক হলেন ঋতুপর্ণ ঘোষ। সেই ঋতুপর্ণ ঘোষ কে আরেক সংগীত পরিচালক তথা পরিচলক ইন্দ্রজিৎ দাশগুপ্তর শ্রদ্ধার্ঘ |
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শহরের একটি পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হলো তার ছবি গৃহপ্রবেশের পোস্টার এবং টেলার লঞ্চ। ছবির গল্পটি মূলত পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদন।
কিছুটা চোখের বালি এর আদলে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, কৌশিক গাঙ্গুলি, জিতু কামাল, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত, স্নেহা চ্যাটার্জি সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। সমীরণ দাস নিবেদিত ক্যালাইডোস্কোপ প্রযোজিত। ছবিটির কাহিনী, চিত্রনাট্যকার এবং পরিচালক হলেন পরিচালক হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগামী 13ই জুন মুক্তি পাবে এই ছবিটি।
No comments:
Post a Comment