আমার বস - Bengal News Room
দিনের বেশিরভাগ সময়ে আমাদের কেটে যায় অফিসে। অফিসের বস যদি ভালো না হয় তাহলে কি রকম লাগে বলুন তো। হ্যাঁ, ঠিকই বলেছেন কাজ যেরকম ভালোভাবে করা যায় না সে রকম কোন কিছুই ঠিকঠাক হয় না। একটা অফিস সঠিকভাবে চালানোর জন্য দরকার একজন ভালো বস। ভাবছেন তো হঠাৎ অফিস নিয়ে পড়লাম কেন? 

 সম্প্রতি মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায় পরিচালিত ছবি আমার বস। যদিও অফিসের বস বা তার সহকর্মীদের গল্পের সাথে  এটি একটি মা ছেলের গল্প।।  
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো এই ছবি ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকারা|  এই ছবির মূল আকর্ষণ হল এই ছবিতে বহু বছর পর অভিনয় করছেন বিখ্যাত অভিনেত্রী রাখি গুলজার। ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে তিনিও হাজির ছিলেন। ভাগ করে দিলেন কলকাতা এবং। এই ছবির শুটিং চলাকালীন কিছু মজার মুহূর্ত। প্রথম বড়পর্দায় দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রুতি দাস কে |  
ছবিটিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী,, সাবিত্রী চট্টোপাধ্যায়। ঐশ্বর্য সেন। কাঞ্চন মল্লিক। বিক্রম চ্যাটার্জী সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। 
বরাবরই ভিন্ন ধারার ছবি উপহার দিয়ে এসেছে উইন্ডোস প্রোডাকশন। এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা যায়। আগামী ৯ই মে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

No comments:

Post a Comment

Pages