বোধনের দ্বিতীয় পর্যায় - Bengal News Room
সৌমী সেন : বিনোদনের  এক অন্যতম মাধ্যম হলো ছায়াছবি। তবে বর্তমান জগতে,  সিনেমা হলে গিয়ে  ছবি দেখার থেকে। মানুষ ঘরে বসে ও টি টি  প্ল্যাটফর্মে ছবি দেখতেই বেশি পছন্দ করেন।  এই ওটি টির প্ল্যাটফর্মের এক অত্যন্ত জনপ্রিয়  সংস্থা হল "হইচই"। 
হইচই প্লাটফর্মের  যে কোন ছবি খুব মন কাড়ে  দর্শকদের। ঠিক এইরকমই এক মনোরঞ্জন করা ছবি হল "বোধন,  পর্ব - ১"।  পর্ব - ১ এর   অসামান্য সাফল্যের পর এবার তারা আনতে চলেছে  "বোধনের  দ্বিতীয় পর্যায়"।
সম্প্রতি একটি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর  ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। তারকা-খচিত এই ছবিটি একটি থ্রিলার মুভি। বাংলা ছবিতে থ্রিলার  খুব কমই দেখা যায়, সেখানে বোধন  একটু অন্যরকম। ছবিটিতে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন রাকা সেন  এর ভূমিকায়। সন্দীপ্তা সেনের স্বামী চরিত্রে আছেন,  কৌশিক রায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সত্য প্রকাশ চৌধুরী ইন্দ্রাশীষ  রায়, সম্পূর্ণা মন্ডল, সৌমী চ্যাটার্জী, দেবদত্ত রাহা সহ  বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা।

এবার আসা যাক ছবির গল্পে |  রাকা  তার স্বামী রিজুর  সাথে হানিমুনে যায় একটি জঙ্গলে,   রাকা যায় বেড়ানোর জন্য একটু স্বাদ বদল করতে আর রিজু যায় কিছু  অফিশিয়াল কাজের জন্য ।  যেখানে লোকনাথ এবং তার ছেলে সুখেনের দাপট চলে। নানা রকম অবৈধ কাজ যেমন- হিউমান  ট্রাফিকিং,  বাল্যবিবাহ,  জাত বৈষম্য এই সমস্ত কাজের সাথে যুক্ত তারা |  এই ঘটনার প্রতিবাদ করে রাকা । সেই রুখে দাঁড়ায় এই অন্যায়ের বিরুদ্ধে। এরপর কি হবে ? এর জন্য আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে  হইচই এর পর্দায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দীপ্তা সেন জানান, তিনি  অত্যন্ত উচ্ছ্বসিত এই ধরনের একটা কাজ করতে পেরে। কারণ এখানে যেমন তাকে লড়াই করতে হয়েছে অস্ত্র হাতে ঠিক সেই রকমই  প্রচুর কিলোমিটার গাড়ি ড্রাইভ করে অপরাধীকে ধরতে হয়েছে। শুটিংয়ের পর্বটা খুবই উপভোগ করেছেন। সবাই মিলে এমনটাই জানান তিনি। 
অন্যদিকে,  পরিচালক অদিতি রায় জানান,  এই ছবিটির মাধ্যমে তিনি সমাজে  একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছেন নারী নির্যাতনের বিরুদ্ধে। শুধু তাই নয় এই ছবিতে রাকা সেনকে  ওরফে সন্দীপ্তা সেনকে  ফিরে পেয়েও তিনি খুব উচ্ছ্বসিত। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে হইচই প্লাটফর্মে বোধন  পর্ব ২। রাকা  কি পারল নির্যাতিত নারীদের উদ্ধার করতে?  এটা জানার  জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে এই সিনেমাটি। 

No comments:

Post a Comment

Pages