সৌমী সেন : বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। বছরের শেষে এই আট দিন বাঙালি এক অন্য উন্মাদনায় মেতে ওঠে। সেজে ওঠে নন্দন চত্বর । কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে চলে দেশি - বিদেশি সিনেমার প্রদর্শনী।
এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের নির্ঘন্ট প্রকাশ হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী বীর বাহা হাসদা, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, জুন মালিয়া, পরিচালক গৌতম ঘোষ, পরিচালক হরনাথ চক্রবর্তী অভিনেত্রী ও পরিচালক সুদেষ্ণা রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এই প্রথম কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং থাকছে | গানটির সমগ্র ভাবনা ও পরিকল্পনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রচনায় শ্রীজাত বন্দোপাধ্যায়। গানটিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর এই গানটি শোনা যাবে অরিজিৎ সিং এর কন্ঠে।
এবারের উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন। স্পেনের ছয়টি ছবি প্রদর্শিত হবে। এছাড়াও স্পেশাল ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে অস্ট্রেলিয়া , যার 15 টি ছবি দেখানো হবে তিনটি বিভাগে। রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হবে রাশিয়ান মাইস্ট্রো পাভেল লুঙ্গিনের সাতটি ছবি। এছাড়াও সাঁওতালি, হরিয়ানি বি টুলু পাকে গোয়ালবিড় এবং লাভা এই ছটি বিশেষ ভারতীয় ভাষার ছবি ও প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবে।
প্রতিবছরের মতো এ বছরেও থাকছে ৫১ লক্ষ টাকা এবং ২১ লক্ষ টাকার পুরস্কার। হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি ও অর্থ মূল্যায়ন হয়েছে প্রতিবারের মতো। এবারের সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারী ।
বিশেষ প্রদর্শনী আয়োজন করা হবে নন্দন ফায়ার এবং এভারগ্রীন দেব আনন্দ শীর্ষক প্রদর্শনী আয়োজন করা হবে গগনেন্দ্র প্রদর্শক শালায় ।
পাঁচই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে শুরু হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৬ই ডিসেম্বর থেকে ১২ই ডিসেম্বর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে মোট ৩৯ টি দেশে ২১৯ টি ছবি | ১৫৯০ টি ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে এই ছবিগুলি। ২১৯ টি ছবির মধ্যে। কম্পিটিশন বিভাগে রয়েছে ৭২ টি বড় ছবি নন কম্পিটিশন বিভাগে রয়েছে ৯৭ টি বড় ছবি। দৈর্ঘ্য ও তথ্যচিত্র বিভাগে থাকলে মোট ৫০ টি ছবি। নন্দন ১, ২, ৩ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ এক এবং দুই, সাউথ সিটি মাল্টিপ্লেক্স, স্টার থিয়েটার, প্রাচী, বিজলী, মেনকা, অশোকা, অজন্তা, মানি স্কয়ার মেট্রো, কোয়েস্ট মল ও নিউ এম্পায়ার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিগুলি।
No comments:
Post a Comment