সৌমী সেন : বর্ণাঢ্য তারকা সমাবেশে উদ্বোধন হলো ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। প্রতিবছরের মত এ বছরেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরেও ছিল বলিউডের এক ঝাঁক তারকা। তবে এবারের অনুষ্ঠানের কিছু বিশেষত্ব আছে। কারণ এ বছরের ছিলেন না শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া ভাদুরি। কলকাতায় প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন সলমন খান।
এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল সলমন খান। এছাড়াও ছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, পরিচালক মহেশ ভাট এবং বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী ।
অনুষ্ঠান সূচনা হয় ডোনা গাঙ্গুলী অর্থাৎ দীক্ষামঞ্জরীর নৃত্য প্রদর্শনের মাধ্যমে |
এরপর আসে সেই বহু প্রতিক্ষিত মুহূর্ত | মঞ্চে আসেন ভাইজান | এর সাথে সাথে অন্যান্য তারকরা | তবে এ দিনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই | বাংলায় এসেছেন। অতএব বাংলায় কথা বলতেই হবে, এমন ধৃষ্টতা দেখাননি। বরং আফসোস, শুরুতে বললে শুনতে হত, ‘‘কী বলল!’’ শেষে বলতে উঠে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না! কারণ, তাঁর আগে মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা ছিলেন। তিনি যা যা লিখে এনেছেন সবাই সব বলে দিয়েছেন! এরপর একদম নিজস্ব ঢঙে বললেন, ‘‘তালিকাটা দীর্ঘ। অর্থাৎ, বলিউডে বাঙালিরা দাপিয়ে রাজত্ব করেছেন। এবার আমাদের পালা। এবার বাংলায় আমাদের সুযোগ দেওয়ার পালা। আমি টলিউডে এসে অভিনয় করতে চাই।’’
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ফেটে পড়েছে হাততালিতে। এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম সং হয়েছে। শ্রীজাতর কথায়, ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে গেয়েছেন অরিজিৎ সিং। সেই গানের তালে প্রথমে আসনে বসে মাথা দোলাচ্ছিলেন। নজরে পড়তেই সঞ্চালক জুন মালিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে তাঁকে পা মেলানোর অনুরোধ জানান। প্রথমে দ্বিধা থাকলেও পরেই তিনি হালকা চালে দুলে ওঠেন। ব্যস, স্টেডিয়ামের উল্লাস। এভাবেই এলেন, দেখলেন আর মন জয় করলেন সলমন। তিনি পা রাখার আগে থেকে তাঁর নামে ধ্বনি। বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত কলকাতা নাম জপেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর। মঞ্চে এদিন তাঁকে সম্বর্ধনা জানান দেব অধিকারী।
একই সঙ্গে সলমন মনে করিয়ে দেন, এর আগে ইস্টবেঙ্গল মাঠে আয়োজিত জলসায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তখনই কথা দিয়েছিলেন, আসবেন। সেই কথা রেখেছেন। এর পরেই নিজের ছবির বিখ্যাত সংলাপ ধার করে বলে ওঠেন, ‘‘কারণ, এক বার আমি কাউকে কথা দিলে তার পর তার পর আর নিজের কথাও শুনি না।’’
No comments:
Post a Comment