দেব আনন্দ ও মৃণাল সেন - Bengal News Room


সৌমী সেন : ভারতীয়  চলচ্চিত্র জগতের যারা মাইলস্টোন হিসাবে থেকে যাবেন সারা জীবন, তাঁদের  মধ্যে অন্যতম দুজন হলেন অভিনেতা দেব আনন্দ ও পরিচালক মৃণাল সেন। এই বছর দুজনেরই জন্মশতবর্ষ। ভারতীয় চলচ্চিত্র জগতের এই দুই মহীরুকে সম্মান জানানোর জন্য এক প্রদর্শনী শালার আয়োজন করে আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল।
চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে,  প্রথম উদ্বোধন হয় গগনেন্দ্র প্রদর্শনী শালায় অভিনেতা  দেব আনন্দকে নিয়ে একটি বিশেষ প্রদর্শনী। উদ্বোধন করেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন পরিচালক হরণাথ  চক্রবর্তী,  অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল,   অভিনেত্রী ও পরিচালক সুদেষ্ণা রায়  প্রমূখ ।   প্রসেনজিৎ চট্টোপাধ্যায়  অভিনেতা দেব আনন্দকে নিয়ে তার আবেগ ভাগ করে নিলেন সাংবাদিকদের সঙ্গে।
অভিনেতা দেব আনন্দের বিভিন্ন ছবি,  শুটিংয়ের মুহূর্ত এবং ব্যক্তিগত জীবনে কিছু অংশ তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।
এরপর নন্দন ফয়ারে উদ্বোধন হয় মৃণাল সেনকে নিয়ে এক বিশেষ প্রদর্শন। উদ্বোধনে  উপস্থিত ছিলেন শিল্পী শুভা  প্রসন্ন, পরিচালক গৌতম ঘোষ, পরিচালক হরনাথ  চক্রবর্তী, অভিনেতা রঞ্জিত মল্লিক,  মৃণাল সেনের ছবির  নায়িকা  মমতা শংকর এই ছবির নায়ক  অঞ্জন দত্ত। 
প্রদর্শনীতে উদ্বোধনের পর প্রদর্শন শালা ঘুরে দেখতে দেখতে  দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ভাগ করে নেন তাঁর  সাথে কাজ করার অভিজ্ঞতা |
 প্রসঙ্গত , মমতা শঙ্করের প্রথম ছবি মৃগয়ার পরিচালক ছিলেন মৃণাল সেন। ছবিতে সুযোগ পাওয়া থেকে শুটিংয়ের  প্রতিটি মুহূর্ত এখনো পর্যন্ত তার কাছে তরতাজা।  পরিচালক মৃণাল সেনের ছবি তৈরির সময় অর্থাৎ শুটিং করার কিছু মুহূর্ত ব্যক্তিগত ছবি ও  জীবনপঞ্জি তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। এই দুই প্রদর্শনী  চলবে আগামী 12 ই ডিসেম্বর পর্যন্ত।

No comments:

Post a Comment

Pages