মন পতঙ্গ - Bengal News Room

সৌমী সেন : একটা  সময় বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক অসাধারণ কিছু ছবি উপহার দিয়েছে অরোরা ফ্লিম প্রোডাকশন।  কয়েক বছর এই প্রোডাকশন হাউস টি বন্ধ থাকার পর "কালকক্ষ "ছবির মাধ্যমে আবার তাদের যাত্রা শুরু করে। বলা বাহুল্য,  এই ছবিটি জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি ছবি। এবার কালকক্ষ এর  পর তাদের নতুন ছবি  "মন পতঙ্গ"।
চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে  তাদের ছবির কথা জানালেন অরোরা ফিল্ম প্রোডাকশনের  কর্ণধার শ্রী অঞ্জন বসু এবং মন পতঙ্গ ছবি দুই পরিচালক শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল। অঞ্জন বসু জানান,  এই ছবি তৈরির সময়ের বেশ কিছু মুহূর্ত। তিনি জানান,  ছবিটি পুরোটাই তৈরি করা হয়েছে ফুটপাতে অর্থাৎ অরোরা ফিল্ম প্রোডাকশন হাউজের অফিস থেকে মৌলালি মোর পর্যন্ত ফুটপাতের বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে এই ছবি তৈরি হয়েছে। ফুটপাতে বসবাসকারী মানুষগুলোই এই ছবির প্রধান কলাকুশলী |
 প্রসঙ্গত বলে রাখি,  মৌলালীর কাছে তালতলায় এই প্রোডাকশন হাউজের অফিস টি। তিনি আরো জানান মোট ২২ দিন লেগেছে শুটিং পর্ব সারতে। এরপর পরিচালক শর্মিষ্ঠা মাইতি বলেন এটি  তাদের একটি বানানোর শর্ট ফিল্ম কায়ান্তরের পরবর্তী পর্যায়। তিনি জানান,  কায়ন্তর যেখানে শেষ হয়েছে মন পতঙ্গ সেখানে শুরু হয়েছে। অর্থাৎ আসলামই এখানের হাসান। মানুষ বাংলা ছবি এখন দেখছেন না বা বাংলা ছবির ইতিহাস নিয়ে সেই ভাবে চর্চা করছেন না। এইআক্ষেপ ও শোনা গেল তাদের মুখে।   প্রযোজক অঞ্জন বসু, পরিচালকদ্বয়  ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাপুশলীরা |
 এবার আসা যাক মন পতঙ্গ ছবির গল্পে |  হিন্দু মেয়ে লক্ষ্মী এবং মুসলিম ছেলে হাসান দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । কিন্তু, গ্রামের মানুষ তাদের এই সম্পর্ক মানতে পারে না। বাধ্য হয়ে তারা চলে আসে কলকাতা শহরে। ফুটপাতে ঠাই নিতে বাধ্য হয়। একজন কাজ করেন গৃহ সহায়িকা হিসেবে অন্যজন ভ্যানচালক। দুজনেরই নজর পড়েছে একটি সুন্দর দেখতে চেয়ারের প্রতি। ঐরকম দুটি চেয়ার তারা পরস্পরকে উপহার দেবে এই স্বপ্ন দেখে। শেষ পর্যন্ত কি এই স্বপ্ন তাদের সফল হবে?  এটা জানার জন্য অবশ্যই দেখতে হবে এই ছবিটি।

No comments:

Post a Comment

Pages