দাবারুর সংগীত সন্ধ্যা - Bengal News Room
বাংলা সিনেমার গান বরাবরই মুগ্ধ করেছে সিনেমা প্রেমীদের। যদিও বর্তমানে গানের ধরন বদলেছে। গান নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাও চলছে। কিন্তু ছবির সাথে সামঞ্জস্য রেখে তৈরি হওয়া গানগুলি এখনো বহু মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। ঠিক এইরকমই জনপ্রিয় হয়েছে দাবারু ছবির গানগুলি।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। দাবারু ছবির গানের আসর বসেছিল। বলা বাহুল্য,  গানগুলি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এদিনের অনুষ্ঠান ও তার ব্যতিক্রম ছিল না। মঞ্চে এক ঝাঁক সংগীত শিল্পী কে দেখে দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মত।
দাবারুর সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী বনি চক্রবর্তী। টাইটেল ট্র্যাকটি গেয়েছেন বিখ্যাত রকস্টার রূপম ইসলাম। এছাড়াও অন্যান্য গানগুলি গেয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং মৈনাক মজুমদার। কথা দিয়েছেন প্রসেন । টিনেজার তরুন তরুনীদের ভালবাসার গল্প এবং তাদের অনুভূতি দিয়েই এই গানগুলি রচনা হয়েছে।
তবে দাবারু টাইটেল ট্র্যাকটি সম্পূর্ণ অন্যভাবে তৈরি। এই গানটি রুপম ইসলামের কন্ঠে অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছে। 

No comments:

Post a Comment

Pages