বাংলা চলচ্চিত্রের এক নতুন দিক খুলে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ। সেই উইন্ডোজের নতুন ছবি "দাবারু"র ট্রেলার লঞ্চ করল সম্প্রতি। ছবিটি মূলত গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির জীবনী অবলম্বনে তৈরি।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ছবিটির ট্রেলার মুক্তি পেল। এক ঝাঁক তারকা সমাবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। প্রযোজকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ট্রেইলার লঞ্চ টি ।
এছাড়াও উপস্থিত ছিলেন সূর্যশেখর ওরফে সৌরর মায়ের ভূমিকায় অভিনয় করা ঋতুপর্ণা সেনগুপ্ত। সৌর কোচের ভূমিকায় আছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও অন্যান্য ভূমিকায় আছেন শংকর চক্রবর্তী, কৌশিক সেন, খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু, সংঘশ্রী মিত্র সিনহা এবং সৌরর দাদুর ভূমিকায় আছেন বরিষ্ঠ অভিনেতা দীপঙ্কর দে ।
বাইরে তখন সূর্যের গনগনে তেজ, আর ঠিক সেই সময়ই শহরের একটি ক্যাফেতে আর এক সূর্যর তেজ দেখা গেল। তিনি আর কেউ নন | তিনি গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলী। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অবশ্যই তিনি তাঁর মা এবং পরিবারকে নিয়ে উপস্থিত ছিলেন। উত্তর কলকাতায় বেড়ে ওঠা একটা ছেলের ধীরে ধীরে গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি এই ছবিটি। তবে এই ছবিটিকে বায়পিক বলতে নারাজ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী ও সহ প্রযোজক সঞ্জয় আগারওয়াল এবং পরিচালক পথিকৃৎ বসু | ছবিটি মুক্তি পাবে আজ প্রিয়া সিনেমা হলে।
No comments:
Post a Comment