বাংলায় হেমা মালিনী - Bengal News Room

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্যতম নাম হেমা মালিনী। সেই সুন্দরী নায়িকাকে ঘিরে  আপামর ভারতবাসীর তুমুল উত্তেজনা,  কৌতুহল সবকিছুই মিলেমিশে একাকার । একটা সময় বলিউড ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন এই সুন্দরী নায়িকা। আজও তার রূপের ছটায় মুগ্ধ অনেকে। সম্প্রতি পরিচালক পারমিতা মুন্সি ঠিক এমনই একটি ছবির পরিচালনা করলেন যার নাম "আমি যখন হেমা মালিনী"।। 

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রথমার্ধে ছিল একটি আলোচনা সভা। আলোচনার বিষয় ছিল কল্পনা ভার্সেস বাস্তবতা ।আলোচনায় অংশগ্রহণ করেছিলেন,   অভিনেতাও লেখক রাহুল বন্দোপাধ্যায়, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, চৈতি ঘোষাল এবং প্রবীণ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ।জমজমাট তর্কবিতর্কের মধ্যে দিয়ে এগিয়ে চলে আলোচনা সভা। 
আলোচনা সভার  শেষের দিকে অনুষ্ঠিত হয় ছবিটির পোস্টার লঞ্চ। এক ঝাঁক কলাকুশলির মধ্যে এই ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানের উত্তেজনা ছিল তুঙ্গে | একান্ত আলাপচারিতায়,  পরিচালক পারমিতা মুন্সি জানান, "হেমা মালিনী তার কাছে একটি আবেগের নাম"। অন্যদিকে প্রবীণ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও জানান তার সাথে বহু বছর আগে হেমা মালিনির প্রথম সাক্ষাৎকারের গল্প। তিনি এও বলেন,  এত বছর পরেও তিনি এখনও সমান সুন্দরী। সেই সময়কার অনেক অভিনেত্রী আছেন যারা এখনো রূপে গুণে মনোহরা, তাদের মধ্যে হেমা মালিনী তাঁর কাছে অন্যতম। 

এবার আসা যাক ছবির গল্পে এখানে চিরঞ্জিত চক্রবর্তী একজন হোমিওপ্যাথি চিকিৎসক, যেটা বংশ পরম্পরায়  চলে আসছে। উত্তর কলকাতার একটা ঘরে  ডাক্তারি করেন ।  নাম ঘটনাচক্রে ধর্মেন্দ্র। আর ধর্মেন্দ্রকে খুঁজতে খুঁজতে তাঁর চেম্বারে এসে পৌঁছন হেমা মালিনী। ইনিও বলিউডের সেই 'ড্রিম গার্ল' নন। তবে এই হেমা মালিনীও 'ড্রিম গার্ল' হেমার বড়ই ভক্ত। এই মহিলা তাঁর স্বামী মারা যাওয়ার পর বোনের সঙ্গে থাকেন। প্রচুর পয়সা। আসলে ওঁর মানসিক সমস্যা রয়েছে। 
নিজেকে তিনি হেমা মালিনী ভাবেন। আর তাই ধর্মেন্দ্রকে খুঁজতে খুঁজতে তিনি চেম্বারে এসে হাজির হন। চিকিৎসকের কাছে এসে উনি বলেন, আমায় সারিয়ে দিন, কী রোগ জানি না। একটাই রোগ আমি নিজেকে হেমা মালিনী ভাবি। বলেন,  নাচতেও পারি, গাইতেও পারি ঘোড়াও চালাতে পারি । চিকিৎসক ধর্মেন্দ্র তাঁর থেকে সরে আসার চেষ্টা করলেও পারেন না।’ এর পর কি হলো জানতে হলে ছবিটি দেখতে হবে যা খুব শীঘ্রই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে | ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগতা পাপিয়া রাও,  চিরঞ্জিত চক্রবর্তী, দেবলীনা দত্ত,  কাঞ্চনা মৈত্র,  রাহুল বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।  


No comments:

Post a Comment

Pages